বসন্ত পঞ্চমীর দিন উদযাপিত হয় এই পূজা। হিন্দুধর্মাবলম্বীদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে সরস্বতী পূজা ২০২৫ । এই পূজা মূলত বিদ্যা, সঙ্গীত এবং শিল্পকলার দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পালন করা হয়। বেদ গ্রন্থানুযায়ী, দেবী সরস্বতী হলেন বৈদিক দেবী। বৈদিক যুগে অবশ্য দেবীর চার হাতের উল্লেখ পাওয়া যায়। সেই যুগে দেবীর চার হাতে পুস্তক, জপমালা, জলের পাত্র এবং বীণা ধারণের উল্লেখ পাওয়া যায়। পুরাণ অনুযায়ী, সরস্বতী পূজার দিনটি ব্রহ্মার সৃষ্টির দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনে দেবী সরস্বতী পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং জ্ঞান, সঙ্গীত ও শিল্পের আশীর্বাদ দিয়েছিলেন বলে বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা। এ নিয়ে আমাদের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে।
0 মন্তব্যসমূহ