১৬ মিনিট ধরে চালু ছিল চীনের “কৃত্রিম সূর্য”
সূর্যকে মনে করুন একটা বিরাট বাল্ব আর হিটারের মতো। এটি আমাদের আলো আর তাপ দেয়, যার কারণে গাছপালা, মানুষ, পশুপাখি সবাই বেঁচে থাকে। দশম শ্রেণীর “এনট্রপি’’ অনুযায়ী সূর্য যেদিন তার শক্তি হারিয়ে এবং মরে যাবে, পৃথিবীর সবকিছু অন্ধকার আর ঠান্ডা হয়ে যাবে। সব প্রাণী আর গাছপালা মরে যাবে। এই চিন্তাটা ভয়ানক, কিন্তু বিজ্ঞানীরা এর সমাধান খুঁজছেন। তাদের সমাধান হলো কৃত্রিম সূর্য। এনট্রপি নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা আছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন