নতুন পাসপোর্ট করতে কি কাগজপত্র লাগে

 

নতুন পাসপোর্ট করতে কি কাগজপত্র লাগে

অনলাইন আবেদন ও ফি পরিশোধের পর, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নির্ধারিত তারিখে নির্বাচিত পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হবে।

সাধারণভাবে যে কাগজপত্রগুলো লাগে (সর্বশেষ তথ্য অনুযায়ী):

*   অনলাইন আবেদনের প্রিন্ট কপি (Application Summary এবং Barcode সহ Filled Application Form)।

*   ফি পরিশোধের প্রমাণপত্র (এ-চালান বা অনলাইন পেমেন্টের স্লিপ)।

*   জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC - English Version) এর মূলকপি ও ফটোকপি।

*   ১৮ বছরের কম বয়সীদের জন্য: অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC - English Version) এবং পিতামাতার NID কার্ডের ফটোকপি।

*   ১৮-২০ বছর বয়সীদের জন্য: জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC - English Version)।

 *   ২০ বছরের ঊর্ধ্বে আবেদনকারীদের জন্য: জাতীয় পরিচয়পত্র (NID) আবশ্যক। তবে বিদেশস্থ বাংলাদেশ মিশন থেকে আবেদনের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ (BRC - English Version) গ্রহণযোগ্য।

 *   পূর্ববর্তী পাসপোর্টের (যদি থাকে) মূলকপি এবং ডাটা পেজের (তথ্য সম্বলিত পাতা) ফটোকপি।

 *   পেশা প্রমাণের জন্য সংশ্লিষ্ট সনদপত্র (যেমন: চাকরিজীবীদের জন্য NOC/সরকারি আদেশ (GO), শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি, ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্সের ফটোকপি ইত্যাদি)। এই সনদপত্রগুলো ইস্যুকারী কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।

 *   বিবাহিতদের জন্য বিবাহ সনদ/নিকাহনামা এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তালাকনামা (প্রযোজ্য ক্ষেত্রে)।

 *   ৬ বছরের কম বয়সী শিশুদের জন্য 3R সাইজের ল্যাব প্রিন্ট রঙিন ছবি (গ্রে ব্যাকগ্রাউন্ড) জমা করতে হবে।

 *   হারানো পাসপোর্টের ক্ষেত্রে, মূল জিডির কপি দেখাতে হবে।

 গুরুত্বপূর্ণ নতুন তথ্য: ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে বর্তমানে কোনো কাগজপত্র বিস্তারিত পড়ুন এখানে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ