শবে কদর ২০২৫ অনুষ্ঠিত হবে রোজার শেষ দশকের বেজোড় রাতের একটিতে। তবে সাধারণত ২৭ রমজানকে ধরে তা হতে পারে, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মার্চ বৃহস্পতিবারে। তবে ২১ রমজানের রাতেও লাইলাতুল কদর এর হাদীস রয়েছে।
লাইলাতুল কদর পালন করা কি বিদা’আত?
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি রমাযানে ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় সওম পালন করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয় এবং যে ব্যক্তি ঈমানের সাথে, সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হয়। সুলায়মান ইবনু কাসীর (রহ.) যুহরী (রহ.) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (৩৫) (আধুনিক প্রকাশনীঃ ১৮৭১, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৮৮৪) বিস্তারিত এখানে
0 মন্তব্যসমূহ