ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশি আটক, পরে দেশে ফেরত!



ঠাকুরগাঁওয়ের বেতনা সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশিকে আটক করে বিএসএফ। তবে বিজিবি-বিএসএফ বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।

👤 আটক ব্যক্তিরা:
বিকাশ শীল (২২) – রাণীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের বাসিন্দা।
পূর্ণ নাথ (২৬) – রাণীশংকৈল উপজেলা সদরের বাসিন্দা।

📌 ঘটনার সময়:
📅 বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১:৪৫ মিনিট
📍 অবস্থান: ভারতের মানিকখাড়ী এলাকা (সীমান্ত পিলার ৩৬৬/২-এফ)

🔹 বিজিবি জানায়, আটককৃতদের ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ রাখা হয় এবং পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফেরানো হয়।
🔹 পরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে বিজিবি তাদের হরিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

👉 বিস্তারিত জানতে পড়ুন: 🔗 shottokontho.com

#BorderNews #BSF #BGB #BangladeshIndia #ShottoKontho

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ